• ঢাকা শুক্রবার
    ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

পদ্মা-মেঘনায় আজ মধ্যরাত থেকে ২ মাস মাছ ধরা নিষেধ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৩, ০৪:১৫ পিএম

পদ্মা-মেঘনায় আজ মধ্যরাত থেকে ২ মাস মাছ ধরা নিষেধ

দেশজুড়ে ডেস্ক

ইলিশের পোনা ও জাটকা সংরক্ষণে আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) মধ্যরাত থেকে দু’মাস চাঁদপুরের পদ্মা-মেঘনা সহ মোট ছয়টি অভয়াশ্রমে সবধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। চাঁদপুরের মতলব উত্তরের ষাটনল থেকে হাইমচর চর ভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার পদ্মা-মেঘনা নদীতে অভয়াশ্রম চলাকালে কোনো জেলেকেই নদীতে নামতে দেওয়া হবে না।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান জানান, নিষেধাজ্ঞা চলাকালীন কোনো জেলেকে নদীতে নামতে দেওয়া হবে না। এ সময় তালিকাভুক্ত ৪৪ হাজার ৩৫ জেলেকে প্রতিমাসে ৪০ কেজি করে চাল দেওয়া হবে।

আর্কাইভ