• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

গোপনে দুই স্বামীর সংসার করতে গিয়ে ধরা পড়ল ১৬ বছরের তরুণী

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ০৯:৩৯ পিএম

গোপনে দুই স্বামীর সংসার করতে গিয়ে ধরা পড়ল ১৬ বছরের তরুণী

দেশজুড়ে ডেস্ক

রাজধানী ঢাকার ধামরাই উপজেলায় ফাতেমা আক্তার নামে (১৬) এক তরুণীর দুই স্বামী। গোপনে দুই স্বামীর সংসার করতে গিয়ে ধরা খেলেন তিনি। এ সময় ঘটনাটি ফাঁস হয়ে যাওয়ায় ব্যাপক সংঘাতের সৃষ্টি হয়েছে। আজ সোমবার ২৭ ফেব্রুয়ারি কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. ফয়েজ আহাম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গতকাল রবিবার ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

এ সময় অভিযুক্ত তরুণীর পূর্বের স্বামীকে সহযোগীসহ দ্বিতীয় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ঘরের খুঁটির সঙ্গে বেঁধে রেখে অমানুষিক নির্যাতন করেছে। পরে সংবাদ পেয়ে পুলিশ ও গাঙ্গুটিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ইমাম আলী ঘটনাস্থলে এসে অভিযুক্ত তরুণীর পূর্বের স্বামী ড্রেজার মেশিনের ড্রাইভার মো. হিমেল আহাম্মেদ ও তার সহযোগী মো. আলমগীর হোসেনকে রক্ষা করেন।

পরে এ ঘটনায় পাঁচ লাখ টাকা জরিমানা গুনলেও শেষমেশ আগেই স্বামীই ওই তরুণীকে স্ত্রী হিসেবে পেয়েছেন। স্বামীরা হলেন, পূর্বের স্বামী মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার বাছট গ্রামের হিমেল আহাম্মেদ (২৪) ও বর্তমান স্বামী কাওয়াখোলা গ্রামের মোহাম্মদালী কেরিনার ছেলে কাজল (২২)। জানা জানায়, প্রথম স্বামীকে তালাক না দিয়েই অভিযুক্ত তরুণী মা-বাবার কথামতো কাজলকে রেজিস্ট্রির মাধ্যমে বিয়ে করে। পরে ওই তরুণী একই সঙ্গে দুই স্বামীর সঙ্গে সমানতালে ঘর-সংসার করতে থাকে।

এ বিষয়টি দুই স্বামীর একজনও জানতেন না। প্রথম স্বামীর কাছে খালার বাড়িতে বেড়ানোর কথা বলে দ্বিতীয় স্বামীর সংসারে চলে আসেন ওই তরুণী। নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় অতিবাহিত হলে পূর্বের স্বামী হিমেল আহাম্মেদ কুশুরা ইউনিয়নের পানকাত্তা গ্রামের বাসিন্দা আলমগীর হোসেনকে (২২) সঙ্গে রবিবার ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে ওই তরুণীর দ্বিতীয় স্বামীর বাড়িতে যান। এরপর দ্বিতীয় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনসহ প্রতিবেশীরা এসে তাদেরকে ঘরের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করে। ওই তরুণীর ইচ্ছানুযায়ী প্রথম স্বামীর হাতেই তাকে তুলে দেওয়া হয়। কিন্তু প্রথম স্বামীকে নগদ পাঁচ লাখ টাকা জরিমানা গুনতে হয়।

এ বিষয়ে ওই তরুণী জানান, ‘ভালোবেসে হিমেলকে বিয়ে করে সুখে স্বাচ্ছন্দ্যে ঘর সংসার শুরু করি। কিন্তু আমার মা-বাবা মোটেও খুশি হতে পারেননি। এমনকি তারা আমাদের বিয়ে মেনেও নেয়নি। পরে তারা সমস্ত তথ্য গোপন করে, কোনোপ্রকার তালাক না করেই কাজলের সঙ্গে আমাকে দ্বিতীয় বিয়ে দেন।’

এ বিষয়ে প্রথম স্বামী হিমেল আহাম্মেদ জানান, আমার স্ত্রী আমাকে অনেক ভালোবাসে বলেই এসব ঘটনা জানার পরও তাকে মেনে নিলাম। দ্বিতীয় স্বামী মো. কাজল জানান, ‘আমি বিষয়টি আগে মোটেও জানতাম না। জানলে আরেকজনের বউকে বিয়ে করতাম না।’ এসআই ফয়েজ আহাম্মেদ জানান, রবিবার সন্ধ্যায় এ ঘটনার খবর পেয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণ করি। জনপ্রতিনিধিরা পূর্বের স্বামীর কাছেই তুলে দিয়েছেন ওই তরুণীকে।

এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান মো. ইমাম আলী জানান, ‘পূর্বের স্বামীকে তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ের কোনো বৈধতা নেই। ওই তরুণী ও তার বাবা-মা যা করেছেন তার সবই অন্যায় ও ভুল। এ ছাড়া প্রথম স্বামীর সংসারে ফিরে যাওয়ার ইচ্ছা পোষণ করলে ওই তরুণীকে তার পূর্বের স্বামীর হাতেই তুলে দেওয়া হয়।’

আর্কাইভ