• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সাভারে সোহেল হত্যা মামলার রহস্য উদঘাটন, ৩ ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ০৭:০১ পিএম

সাভারে সোহেল হত্যা মামলার রহস্য উদঘাটন, ৩ ছিনতাইকারী গ্রেফতার

ইমরান আলী, ঢাকা

সাভারে ছিনতাইকারীর হাতে একজন নিহতের ঘটনার রহস্য উদঘাটন করে ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো রাসেল শেখ, মোঃ তুহিন ও সানি ওরফে শুভ।

ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে সোহেল মিয়া, তার স্ত্রী ও দেড় বছর বয়সী একটি শিশুসহ রংপুর থেকে বাসে এসে সাভারের রাঙ্গাবন নার্সারির সামনে নামেন। তারা নার্সারি সংলগ্ন গলির পথে যাওয়া মাত্র ৩ জন ছিনতাইকারী তাদেরকে ছুরির ভয় দেখিয়ে সোহেলের স্ত্রীর ভ্যানিটি ব্যাগে থাকা ২ হাজার  টাকা ছিনিয়ে নেয়। এসময় সোহেল ছিনতাইকারীদের সঙ্গে হাতাহাতিতে লিপ্ত হয়। তখন তার স্ত্রী ভয় পেয়ে তার সন্তানকে নিয়ে প্রতিবেশীদের ডাকতে যায়। আনুমানিক ২৫ মিনিট পর ফিরে এসে তার স্ত্রী দেখেন, তার স্বামী রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে। তার স্ত্রী তাদের প্রতিবেশীদের সহায়তায় সোহেল মিয়াকে সাভার এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় সাভার থানায় একটি মামলা রুজু হয়।

পরে ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান  উদ্ঘাটনের জন্য সাভার মডেল থানার সমন্বয়ে একটি টিম গঠন করেন। তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার বিভিন্ন থানা এলাকা এবং মানিকগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত তিন জনকে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে যে দুটি ছুরি দিয়ে তারা হত্যাকান্ড ঘটিয়েছিলো তাদের দেখানো মতে সেগুলো জব্দ করা হয়েছে। এছাড়াও তাদের নিকট হতে ৮ হাজার টাকা ও ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় হত্যা মামলা ছাড়াও তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আর্কাইভ