• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

নোয়াখালীর সুবর্নচরে পাওয়ার ট্রিলার চাপায় ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ০২:৩৮ এএম

নোয়াখালীর সুবর্নচরে পাওয়ার ট্রিলার চাপায় ব্যবসায়ীর মৃত্যু

ছবিঃ সংগৃহীত

ইকবাল হোসেন সুমন, নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায়  ইটবাহী পাওয়ার ট্রিলার চাপায় হৃদয় মজুমদার (৩১)  নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।  

নিহত হৃদয় মজুমদার (৩১) উপজেলার ৭নং পূর্ব চরবাটার ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরমজিদ গ্রামের রাখাল মজুমদারের ছেলে এবং তিনি হাতিয়ার চেয়ারম্যান ঘাট বাজারের পূর্নিমা জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী ছিলেন।
রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে  ৪টার দিকে উপজেলার সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কের চরজব্বার পুলিশ ফাঁড়ি সংলগ্ন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।  


স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন রাজু জানান, বিকেল  সাড়ে ৪টার দিকে নিজ বাড়ি থেকে দুপুরের খাবার শেষে হাতিয়ার চেয়ারম্যান ঘাটে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওয়ানা করেন হৃদয়। যাত্রা পথে মোটরসাইকেলটি উপজেলার সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কের চরজব্বার পুলিশ ফাঁড়ি সংলগ্ন ব্রিজের কাছে পৌঁছলে সামনে থাকা পাওয়ার ট্রিলারটি স্টার্ট বন্ধ হয়ে ব্রেকফেল করে। এতে ট্রাক্টরের পিছনে থাকা মোটরসাইকেলটি ট্রাক্টরের নিচে চাপা পড়লে হৃদয় ঘটনাস্থলেই মারা যায়।  


বিষয়টি নিশ্চিত করেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ। 

তিনি বলেন, দুর্ঘটনার শিকার ট্রাক্টার ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ঘটনার পর চালক কৌশলে পালিয়ে যায়। নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।    

 

সাজেদ/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ