• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণ, দগ্ধ স্বামী-স্ত্রী

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ১১:০৭ পিএম

গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণ, দগ্ধ স্বামী-স্ত্রী

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলায় গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ হয়েছেন স্বামী-স্ত্রী।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে একই দিন দুপুরে উপজেলার রামারবাগ এলাকার শাহানাজ বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে। দগ্ধ হওয়া ব্যক্তিরা হলেন, গার্মেন্টসকর্মী আল-আমিন (২৫) ও তার স্ত্রী সখি বেগম (২০)। 

উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ বলেন, রোববার দুপুরে গ্যাসের চুলার চাবি চালু রেখে কাজে চলে যান স্বামী-স্ত্রী। পরে একই দিন দুপুরে বাসায় গিয়ে চুলা জ্বালাতে গিয়ে বিস্ফোরণে দগ্ধ হয়েছেন তারা। 

এ সময় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

আরিয়ানএস/

আর্কাইভ