• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

শিবপুর উপজেলা চেয়ারম্যানকে দুর্বৃত্তদের গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৩, ০৫:৪৩ পিএম

শিবপুর উপজেলা চেয়ারম্যানকে দুর্বৃত্তদের গুলি, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ

ছবি: সংগৃহীত

দেশজুড়ে ডেস্ক

নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান (৭০) দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। দুর্বৃত্তদের ছোড়া তিনটি গুলি তার পিঠে বিদ্ধ হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ সকাল সাড়ে ৬টার দিকে শিবপুর থানা সংলগ্ন নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে গোয়েন্দা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনার পর থেকে পুরো উপজেলায় থম থমে অবস্থা বিরাজ করছে।

আহত হারুনুর রশিদের ছেলে জহিরুল হক সিটি নিউজ ঢাকাকে জানান, আজ সকাল সাড়ে ৬টার দিকে আজিজ নামে একজন বাড়ির গেট খুলতে বলেন। বাবা বাড়ির গেট খুলতেই মোটরসাইকেলে আসা তিন যুবক তিন রাউন্ড গুলি করে। তিনটি গুলিই বাবার পিঠে বিদ্ধ হয়। দ্রুত তাকে উদ্ধার করে সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপারেশন চলছে।

শিবপুর উপজেলা চেয়ারম্যান। রাজনৈতিক কারণেই তার হামলা হতে পারে বলে ধারণা করছি। 
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, দুর্বৃত্তরা চেয়ারম্যানকে পেছন থেকে গুলি করেছেন। তাকে ঢাকায় পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে।

আর্কাইভ