প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৩, ০৭:০৮ পিএম
শুক্রবার সকাল থেকেই ডগ স্কোয়াড নিয়ে বিশেষ তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। ছবি: ভিডিও থেকে নেয়া
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানে ডগ স্কোয়াড নিয়ে বিশেষ এ অভিযান চালায় পুলিশ। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মো. শহিদুল্লাহ।
বইমেলায় আগতদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি জানান, আমাদের নিরাপত্তায় কোনো ঘাটতি নেই। বইমেলায় যারা আসতে চান, তারা নিশ্চিন্তে আসতে পারেন। এখন পর্যন্ত পুরো এলাকা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সবাই সতর্কতার সঙ্গে পরিবেশ-পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
ডিএমপি সূত্রে জানা যায়, বোমা হামলার হুমকির বিষয়টি তারা বেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। এ ক্ষেত্রে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি কোনায় ডগ স্কোয়াড দিয়ে চিরুনি অভিযান চালানো হচ্ছে।
মেলায় দেখা যায়, হুমকির পর থেকে মেলার থমথমে পরিস্থিতি সময়ের সঙ্গে সঙ্গে শিথিল হয়েছে। বোমা হামলার হুমকি উপেক্ষা করেই বইমেলার শিশুপ্রহরে দেখা গেছে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
বাংলা একাডেমির নিরাপত্তা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, অতীতে এ ধরনের জঙ্গি সংগঠনগুলো দেশে বেশকিছু নাশকতা চালিয়েছে। তাই জঙ্গিদের হুমকি নিয়ে আমরা আতঙ্কিত। তিনি বলেন, তবে আমরা ভরসা রাখছি পুলিশ প্রশাসনের ওপর।