• ঢাকা সোমবার
    ৩০ ডিসেম্বর, ২০২৪, ১৬ পৌষ ১৪৩১

চুরির দায়ে ২ যুবককে প্রকাশ্যে মারধর

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৩, ০৪:২৩ পিএম

চুরির দায়ে ২ যুবককে প্রকাশ্যে মারধর

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুরে চুরির অভিযোগে দুই যুবককে প্রকাশ্যে পেটানোর ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) পাঠানপাড়া খেয়াঘাট এলাকার পাশে যাদুকাটা নদীর ঘাটে এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের কোনাচরা গ্রামের ফজর আলীর ছেলে খোরশেদ আলম (১৬) ও একই গ্রামের মৃত ওয়াহিদ মিয়ার ছেলে আবু বকর (২৫)।


স্থানীয়রা জানান, নৌকা থেকে মাল চুরির অভিযোগ এনে বুধবার পাঠানপাড়া খেয়াঘাট এলাকার পাশে যাদুকাটা নদীর ঘাটে স্থানীয় ইউপি সদস্য সাগর মিয়া ও মুহিত চৌধুরী ওই দুই যুবককে মারধর করেন। এ সময় রশি দিয়ে দুই হাত পেছন থেকে বেঁধে ফেলে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন।
এ বিষয়ে বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন বলেন, ‘চুরির অভিযোগে এভাবে প্রকাশ্য কাউকে মারধর করার কোনো অধিকার নেই কারোর। এটি ন্যক্কারজনক ঘটনা।

তিনি আরও বলেন, অভিযুক্তরা দোষী হয়ে থাকলে আইনের আওতায় নেয়া হবে। তা না করে স্থানীয় ইউপি সদস্য সাগর মিয়া ও মুহিত চৌধুরী ওই দুই যুবককে মারধর করে আইন নিজের হাতে তুলে নিয়েছেন। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়ার দাবি করেন তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সাঈদ বলেন, ‘প্রকাশ্য মারধরের ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

 

এনএমএম/

আর্কাইভ