• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চট্টগ্রামে উদ্ধার হলো প্রায় ২ কোটি টাকা মূল্যের সরকারি জমি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৩, ০১:১৮ এএম

চট্টগ্রামে উদ্ধার হলো প্রায় ২ কোটি টাকা মূল্যের সরকারি জমি

ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে ৬ শতক সরকারি জমি উদ্ধার করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত থানার চন্দ্রিমা আবাসিকে এ অভিযান পরিচালনা করেন নগরের চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।


জেলা প্রশাসন জানায়, সরকারি জমিটিতে একটি টিনশেডের বাড়ি নির্মাণ করে জালাল নামে এক ব্যক্তি। ওই ঘরটিতে চারটি পরিবারকে ভাড়া দেওয়া হয়। বারবার নোটিশ প্রদান করা সত্ত্বেও অভিযুক্ত ব্যক্তি বাড়ির দখল ছাড়েনি। একপর্যায়ে বৃহস্পতিবার সেখানে অভিযান পরিচালনা করে প্রশাসন। এ সময় বাড়িটি উচ্ছেদ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন, উদ্ধার হওয়া জমির আনুমানিক মূল্য ২ কোটি টাকা। সরকারি জমি অবৈধভাবে দখলের অভিযোগে অভিযুক্তের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে। বৃহস্পতিবারের এ অভিযানে সহযোগিতা করেছে চান্দগাঁও থানা পুলিশ।

 

সাজেদ/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ