• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

পার্কে অসামাজিক কাজ, ১২ তরুণ-তরুণীকে জরিমানা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ০৩:৪৩ পিএম

পার্কে অসামাজিক কাজ, ১২ তরুণ-তরুণীকে জরিমানা

দেশজুড়ে ডেস্ক

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পার্কে অসামাজিক কাজ করার অভিযোগে ১২ তরুণ-তরুণীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের বেতবাড়ি এলাকার আলাদিন পার্কে এ ঘটনা ঘটে।

ফুলবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেল ৩টার দিকে আলাদিন পার্কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম। এসময় অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ১২ তরুণ-তরুণীকে জরিমানা করা হয়।

এ বিষয়ে জানতে ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিমের নম্বরে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

 

আর্কাইভ