• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

হবু স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার সময় মাহফিলের তারে জড়িয়ে যুবক নিহত

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৩, ১০:৩৩ পিএম

হবু স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার সময় মাহফিলের তারে জড়িয়ে যুবক নিহত

মাহফিল

দেশজুড়ে ডেস্ক

গতকাল সাতক্ষীরায় হবু স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সময় বিদ্যুতের তারে জড়িয়ে যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি দুপুরে সাতক্ষীরা পৌরসভার পুরাতন সাতক্ষীরা এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তারেক ফয়সাল ইবনে আজিজ। জানা যায়, ওই যুবকের নাম রেজওয়ান (২৬)। তিনি আশাশুনি উপজেলার পশ্চিম বুধহাটা গ্রামের আব্দুল কুদ্দুস ঢালীর ছেলে।

স্থানীয়রা জানান, পুরাতন সাতক্ষীরা হরিতলা (মদিনা মসজিদ) এলাকার মাহফিলের জন্য বিদ্যুতের তার টানার কাজ করছিলেন রেজওয়ান। কানে মোবাইল ফোন রেখে কথা বলতে বলতে কাজ করার এক পর্যায়ে অসাবধানতা বশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

এরপর তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার পরিবারের বরাত দিয়ে স্থানীয়রা আরও জানান, মাত্র ১৮ দিন পরে রেজওয়ানের বিয়ের কথা ছিল। ফোনে তার হবু স্ত্রীর সঙ্গে তিনি কথা বলছিলেন।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ