• ঢাকা বৃহস্পতিবার
    ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

নড়াইলে ‘একুশের চেতনায় মাদক, দুর্নীতি ও সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৩, ০৬:৩২ পিএম

নড়াইলে ‘একুশের চেতনায় মাদক, দুর্নীতি ও সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি

‘একুশের চেতনায় মাদক, দুর্নীতি ও সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক আলোচনা সভা, রচনা এবং বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। একুশে ফেব্রুয়ারিতে নড়াইল সদরের আউড়িয়া ইউনিয়নের এপিবিএসএল মাধ্যমিক বিদ্যালয়ে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মাসুদ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- আব্দুল হাই ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মলয় কান্তি নন্দী। প্রধান আলোচক ও অনুষ্ঠান সমন্বয়ক হিসেবে বক্তৃতা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী যুবলীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য শেখ তরিকুল ইসলাম।

তিনি বলেন, একুশের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে তরুণ প্রজন্মকে দুর্নীতি, মাদক ও সাম্প্রদায়িকতা প্রতিহত করে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। এ ছাড়া দেশের উন্নয়নযাত্রা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনেও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান অ্যাডভোকেট তরিকুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস এ মতিন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খোকন কুমার সাহা, আউড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম পলাশ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ডালিয়া ইয়াসমিন, সহকারী শিক্ষক খয়রুজ্জামান, সাবেক প্রধান শিক্ষক মিজানুর রহমান, শিক্ষানুরাগী লিয়াকত হোসেন, শেখ ওসমান গণিসহ অনেকে। এর আগে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণসহ শোভাযাত্রা বের করেন।

এ দিকে রচনা ও বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।  
 

এএল/

আর্কাইভ