• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

জুতা পায়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জানালেন অধ্যক্ষ

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৩, ১০:৪০ পিএম

জুতা পায়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জানালেন অধ্যক্ষ

দেশজুড়ে ডেস্ক

আজ সকালে জামালপুরের মেলান্দহে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে শহীদ মিনারের মূল বেদিতে জুতা পায়ে শ্রদ্ধা নিবেদন করেছেন কলেজ অধ্যক্ষ আবু সাইদ সাদা। আজ মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি সকালে উপজেলার মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের সময় এ ঘটনা ঘটে। আবু সাইদ মাহমুদপুর আব্দুল জলিল কারিগরি কলেজের অধ্যক্ষ।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে শহীদ মিনারে যান অধ্যক্ষ আবু সাইদ। এসময় জুতা পায়েই শহীদ মিনারে উঠে পুস্পস্তবক অর্পণ করেন তিনি। পুষ্পস্তবক অর্পণের সময় ফটোসেশন করতেও দেখা যায় তাকে। বিষয়টি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়।

এ বিষয়ে অধ্যক্ষ আবু সাইদ সাদা বলেন, এটা করা তার ভুল হয়েছে। তাড়াহুড়োর কারণে বিষয়টি খেয়াল করতে পারেননি। বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান তিনি।

এদিকে জামালপুর ভাষা ও মুক্তি সংগ্রাম গবেষণা কেন্দ্রের সভাপতি আলী ইমাম দুলাল বলেন, ‘শহীদ মিনারে জুতা পায়ে ওঠা ঠিক না। এটা তো সরকারিভাবেই নিষেধ। শাস্তির বিধানও রয়েছে।’

এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা মনিরা মুস্তারি ইভা বলেন, শহীদ মিনারে জুতা পায়ে ওঠা একটি মারাত্মক অপরাধ। এ বিষয়ে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

আর্কাইভ