• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ভাষা শহীদদের ফুল দিয়ে বাড়ি ফেরা হলো না এসএসসি পরীক্ষার্থীর

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৩, ০৮:০৯ পিএম

ভাষা শহীদদের ফুল দিয়ে বাড়ি ফেরা হলো না এসএসসি পরীক্ষার্থীর

দেশজুড়ে ডেস্ক

এবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে কেন্দ্রিয় শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এসএসসি পরীক্ষার্থী আতিকুল ইসলাম (১৯) নিহত হয়েছেন। এ সময় সাব্বির হোসেন নামে আরেকজন গুরুত্বর আহত হয়েছেন। গতকাল সোমবার ২০ ফেব্রুয়ারি রাত ১টার দিকে উপজেলা গাজী সেতুর পশ্চিমপাড়ে ইছাখালী এলাকায় ঘটে এ দুর্ঘটনা।

জানা যায়, নিহত আতিকুল ইসলাম উপজেলার সদর ইউনিয়নের মুশুরী গ্রামের আব্দুল মান্নানের ছেলে ও স্থানীয় কর্ডোভা হাই স্কুল থেকে এবছর এসএসসি পরীক্ষাথী ছিলেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, উপজেলার মুড়াপাড়া এলাকায় কেন্দ্রিয় শহীদ মিনারে ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে রাত ১টার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে গাজী সেতুর পশ্চিমপাড়ে ইছাখালী এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পিলারে ধাক্কা লেগে গুরুত্বর আহত হন আতিকুল ইসলাম ও তার বন্ধু সাব্বির হোসেন।

এরপর আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মারা যান আতিকুল ইসলাম। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আহত সাব্বির হোসেন।

আর্কাইভ