• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ফুল দিতে এসে ত্রিমুখী সংঘর্ষ, আহত ৬ জন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৩, ০৬:৪০ পিএম

ফুল দিতে এসে ত্রিমুখী সংঘর্ষ, আহত ৬ জন

আহত ৬ জন

দেশজুড়ে ডেস্ক

মানিকগঞ্জে শহীদ বেদীতে ফুল দেওয়াকে কেন্দ্র করে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তিন গ্রুপের সংঘর্ষে ছয়জন নেতাকর্মী আহত হয়েছেন। 

এদিকে, নেতাকর্মীদের আধাঘণ্টব্যাপী ধাওয়া-পাল্টাধাওয়ায় শহীদ বেদীতে ফুল দিতে আসা সামাজিক-সাংস্কৃতিক মহলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠানপ্রধানদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা ফুল না দিয়ে অনেকে শহীদ বেদী থেকে চলে যান। 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতারা শহীদ বেদীতে ফুল দিতে আসেন। আওয়ামী লীগের পক্ষে ফুল দেওয়ার পর শ্রমিক লীগের এক পক্ষের নাম ঘোষণা করলে অন্য পক্ষ তাতে বাধা দেয়। পরে উভয় পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সংঘর্ষ স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের মাঝেও ছড়িয়ে পড়ে।

 

এ সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও শ্রমীক লীগের ছয়জন নেতাকর্মী আহত হয়েছেন। পরে জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ ও পুলিশের হস্তক্ষেপে আধাঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

আর্কাইভ