• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে ছাত্রলীগ ও বিএনপির সংঘর্ষ, আহত ৬

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৩, ০৫:৫৯ পিএম

শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে ছাত্রলীগ ও বিএনপির সংঘর্ষ, আহত ৬

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে ছাত্রলীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত ছয়জন।


মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার সরকারি মাহাতাব উদ্দিন কলেজের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলে পাল্টাপাল্টি অভিযোগ করেছেন বিএনপি ও ছাত্রলীগ নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শহরের সরকারি মাহাতাব উদ্দিন কলেজের শহীদ মিনারে ভাষাশহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি ও ছাত্রলীগের নেতাকর্মীরা। ফুল দিয়ে ফেরার সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় ছাত্রলীগ কর্মী ইরফান রাজা রুকু মারাত্মক আহত হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) আব্দুর রহিম মোল্যা বলেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
 

নাদিম/

আর্কাইভ