• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

মাগুরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন- ২০২৩ এর উদ্বোধন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৩, ০৭:৪৪ পিএম

মাগুরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন- ২০২৩ এর উদ্বোধন

মাগুরা প্রতিনিধি

১ লাখ ১৬ হাজার ৪৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে সারা দেশের মতো মাগুরায় আজ সোমবার সকাল থেকে  শুরু হয়েছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি। 

মাগুরা পৌরসভা চত্বরে সকাল ১০টায় এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। সকাল সাড়ে ৯টায় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো কর্মসূচি উদ্বোধন হওয়ার কথা থাকলেও উদ্বোধন করতে সময় লেগে যায় সকাল ১০টা। এ সময়ে ভিটামিন শিশু ও অভিভাবকদের অপেক্ষা করতে দেখা যায়। 

উদ্বোধনী অনুষ্ঠানে জেলার সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল ও পৌরসভার কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। এই কর্মসূচির আওতায় মাগুরা জেলায় ৯৩৯টি কেন্দ্রে ডাক্তার, নার্স, সেচ্ছাসেবকসহ ১১৯৮ জন কাজ করবে। এ সময় জেলার ১ লাখ ১৬ হাজার ৪৯ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

 যার মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সি ১২ হাজার ৬ শত ৫৪ জন, ১২ মাস থেকে ৫৯ মাস বয়সি শিশুর সংখ্যা ১ লাখ ৩ হাজার ৩৯৫ জন শিশু। তথ্যগুলো নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান।
 

 

এএল/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ