• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

নবজাতকের মরদেহ নিয়ে টানাহেঁচড়া করছিল কুকুর

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৩, ০২:২৫ এএম

নবজাতকের মরদেহ নিয়ে টানাহেঁচড়া করছিল কুকুর

দেশজুড়ে ডেস্ক

এবার চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার সিআরবি এলাকা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার ১৯ ফেব্রুয়ারি দুপুরে সিআরবি সাতরাস্তা মোড় সংলগ্ন রেলওয়ে হাসপাতালের করিডোর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, একদিনের ওই নবজাতকের মরদেহ কুকুর টানাহেঁচড়া করছিল।

এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, সিআরবিতে রেলওয়ে হাসপাতালের করিডোরে এক নবজাতকের মরদেহ কুকুর টানাহেঁচড়া করছিল। দৃশ্যটি দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়।

তিনি বলেন, এরপর আমাদের মোবাইল টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সেটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আর্কাইভ