• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

শেরপুরে দুই লাখ ২১ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৩, ০৮:১৩ পিএম

শেরপুরে দুই লাখ ২১ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

শেরপুর প্রতিনিধি

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩ উদযাপন উপলক্ষে শেরপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।  

সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য জানান, আগামী ২০ ফেব্রুয়ারি দিনব্যাপী জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলবে। ৫২টি ইউনিয়ন ও ২টি পৌরসভার সমন্বয়ে দুই হাজার ৭শ দুইজন স্বেচ্ছাসেবী এ কার্যক্রমে অংশগ্রহণ করবে।

তিনি আরো বলেন, ৬-১১ মাস বয়সী ২৬ হাজার ৫শ ৩৯ জন শিশু ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৯৫ হাজার ২শ ৪২ জন শিশুকে এ টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন শেরপুর প্রেস ক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন প্রমুখ।
 

 

এএল/

আর্কাইভ