• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
পুনরায় নির্বাচিত

ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমএ কবির-সন্টু সম্পাদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৩, ০২:৪৬ এএম

ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমএ কবির-সন্টু সম্পাদক

ছবি: সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির দ্বিবার্ষিক নির্বাচন ২০২৩-২৪ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার ১৮ ফেব্রুয়ারী শহরের আব্দুর রকিব বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহন করা হয়। নির্বাচনে দ্বিতীয় বারের মত সভাপতি নির্বাচিত হয়েছেন এম এ কবীর এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শাহিদুর রহমান সন্টু। সহ-সভাপতি হয়েছেন মোঃ লিটন হোসেন এবং সিরাজুল ইসলাম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মনিরুজ্জামান সুমন,সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহিদ হাসান,কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন সম্রাট  শাহ,সাংবাদিক ও সংবাদপত্র বিষয়ক সম্পাদক নির্বাচিত হন ইব্রাহীম হোসেন এবং নির্বাহী সদস্য হয়েছেন মাজেদ রেজা বাঁধন,এইচ এম ইমরান এবং ইমদাদুল হক।

সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিরতিহীনভাবে ৩১ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। 

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা তথ্য অফিসার মোঃ আবুবকর সিদ্দিক সহ আরও তিনজন নির্বাচন কমিশনার হিসাবে ছিলেন এড.আসাদুল ইসলাম, জেলা সমবায় অফিসের পরিদর্শক রুহুল আমিন মোল্যা এবং এড.বদিউজ্জামান। 

নির্বাচনে আইনশৃংখলা বিষয়ক সার্বিক সহযোগিতা করেন ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোঃ সোহেল রানা।


সাজেদ/

আর্কাইভ