• ঢাকা শুক্রবার
    ০৩ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩১

বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় আমেরিকা: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৩, ০৬:২৬ পিএম

বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় আমেরিকা: পররাষ্ট্রমন্ত্রী

সিলেট ব্যুরো

সব ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে আমেরিকা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রেখে কাজ করতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে সিলেটের কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে সাংবাদিকদের  প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।


পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সাঙ্গে কাজ করতে চায় আমেরিকা। চীন ও বাংলাদেশের সব সম্ভাবনা কাজে লাগিয়ে আরও সম্পর্ক উন্নয়ন করতে চায় দেশটি।’
আমেরিকার প্রতিনিধি দলের এ নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান মন্ত্রী।

 

 

এনএমএম/

 

আর্কাইভ