ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আধুনিকায়নের নতুন অভিযাত্রার উদ্বোধন শেষে বক্তব্য দেন আইনমন্ত্রী।
সিটি নিউজ ডেস্ক
তত্ত্বাবধায়ক সরকার আর ফিরে আসবে না উল্লেখ করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, এ দেশে তত্ত্বাবধায়ক সরকারের আবির্ভাব হয়েছিল বিএনপির দুঃশাসন ও নির্বাচনে কারচুপি করার জন্য।
যখন তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে মামলা হলো, তখন হাইকোর্ট বললেন, তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তাই হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে দেন। সেই আলোকে সংবিধান সংশোধন করা হয় সংসদের মাধ্যমে। এখন ওনারা আবারও সেই দাবি তুলেছেন। তাদের এই দাবির মানে হলো সব মানি, তবে তালগাছ আমার।
আইনমন্ত্রী বলেন, সংবিধানে যেভাবে আছে সেভাবে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচন ও দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র প্রতিহত করার বলিষ্ঠ মাধ্যম হচ্ছে সংবাদ মাধ্যম-সাংবাদিকতা। সেজন্য তিনি সাংবাদিকদের প্রতি বস্তুনিষ্ঠ সংবাদ করার আহ্বান জানান। আজ রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আধুনিকায়নের নতুন অভিযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রেস ক্লাব সংলগ্ন সদর হাসপাতাল স্টাফ নার্স মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এ সময় ব্রাহ্মণবাড়িয়া আদালতের চলমান পরিস্থিতির কথা উল্লেখ করে আনিসুল হক বলেন, ব্রাহ্মণবাড়িয়া আদালতে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। বর্তমানে তা সমাধান হয়েছে। আশা করছি, আইনজীবীরা সোমবার আদালতে ফিরবেন।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নবনির্বাচিত এমপি উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া, সংরক্ষিত নারী সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা, বেগম শিউলি আজাদ, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার, পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন ও পৌর মেয়র মিসেস নায়ার কবির। স্বাগত বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের বিগত কমিটির সদস্য সচিব জাবেদ রহিম বিজন।
আরিয়ানএস/
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন