
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৩, ০১:০৫ এএম
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আধুনিকায়নের নতুন অভিযাত্রার উদ্বোধন শেষে বক্তব্য দেন আইনমন্ত্রী।
তত্ত্বাবধায়ক সরকার আর ফিরে আসবে না উল্লেখ করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, এ দেশে তত্ত্বাবধায়ক সরকারের আবির্ভাব হয়েছিল বিএনপির দুঃশাসন ও নির্বাচনে কারচুপি করার জন্য।
যখন তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে মামলা হলো, তখন হাইকোর্ট বললেন, তত্ত্বাবধায়ক সরকার সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তাই হাইকোর্ট তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে দেন। সেই আলোকে সংবিধান সংশোধন করা হয় সংসদের মাধ্যমে। এখন ওনারা আবারও সেই দাবি তুলেছেন। তাদের এই দাবির মানে হলো সব মানি, তবে তালগাছ আমার।
আরিয়ানএস/