• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৩, ০৯:০৫ পিএম

ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে সড়কের পাশের ডোবা থেকে সাজ্জাদ হোসেন (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাগাচারা গ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সাজ্জাদ ওই গ্রামের বাবুর ছেলে। স্বজনদের দাবি, পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে।
তারা জানান, রাত থেকে নিখোঁজ ছিলেন সাজ্জাদ। রাতে তার ফোন বন্ধ পেয়ে পরিবারের বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নেন। সকালে নওগাঁ-রাজশাহী সড়কের বাগাচারা গ্রামের একটি ডোবায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। সেখানে থেকে মরদেহ তোলা হলে শনাক্ত হন সাজ্জাদ। সাজ্জাদ বাকপ্রতিবন্ধী। তিনি এলাকায় জমি চাষের পাওয়ার টিলার ভাড়ায় চালিয়ে সংসার চালিয়ে আসছিলেন।


মহাদেবপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, নওগাঁর মহাদেবপুরের বাগাচারায় ডোবায় একটি মরদেহ পড়ে ছিল। তার গলায় হালকা দাগ রয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হবে।

 

 

এনএমএম/এএল


 

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ