প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৩, ১১:৫২ পিএম
শেরপুরে চাঞ্চল্যকর জুলহাস উদ্দিন হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ১০ হাজার টাকা করে অর্থদন্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্দুস সবুর মিনা আসামীদ্বয়ের উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন। এদিকে, মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ৯ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
জানা গেছে, দন্ডপ্রাপ্তরা হচ্ছেন- নালিতাবাড়ী উপজেলার তোয়ালকুচি গ্রামের নুরুল ইসলাম নুরুর ছেলে বাবুল মিয়া (৩৫) ও একই গ্রামের মৃত মতলেব চোরার ছেলে মনু চোরা (৫২)।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৩০ ডিসেম্বর নালিতাবাড়ী উপজেলার তোয়ালকুচি এলাকায় স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিনের মাধ্যমে ৪০ দিনের কর্মসূচির আওতায় একটি রাস্তা সংস্কারের দায়িত্বে কাজ করছিলেন স্থানীয় জুলহাস উদ্দিন (৫৫)। ওইদিন সকাল ১০টায় রাস্তা সংস্কারের কাজে বাধা দেয় বাবুল মিয়া ও মনু চোরাসহ তাদের লোকজন। এক পর্যায়ে তারা দেশীয় অস্ত্রদ্বারা কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে জুলহাস উদ্দিনকে।
ঘটনায় একইদিন রাতে জুলহাস উদ্দিনের ছেলে মো. মনিরুজ্জামান বাদী হয়ে বাবুল ও মনুসহ ১৯ জনকে আসামি করে নালিতাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০১৯ সালের ১৮ আগস্ট সকল আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন জামালপুর পিবিআইয়ের পরিদর্শক সৈয়দ মঈনুল হোসেন। পরবর্তীতে ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিচারিক পর্যায়ে বাদী, চিকিৎসক, তদন্তকারী কর্মকর্তাসহ ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত এই রায় প্রদান করেন।
আদালতের অতিরিক্ত পিপি ইমাম হোসেন ঠান্ডু রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, দ্রুত সময়ের মধ্যে রায় ঘোষণা হয়েছে। এতে প্রকৃত দোষীরা সাজা পেয়েছে।
সাজেদ/