• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৩, ০৩:২৮ পিএম

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় বাসচাপায় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে দুই আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
বুধবার (০৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কের বরুড়া উপজেলার মৌলভীবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।


এ ব্যাপারে ওসি বলেন, বাসটি যাত্রী নিয়ে কুমিল্লা থেকে বরুড়া যাচ্ছিল। পথে বরুড়া উপজেলার মৌলভীবাজার এলাকায় বিপরীতমুখী একটি মোটরসাইকেলকে ওই বাসটি চাপা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই দুই আরোহী মারা যান এবং আহত হন একজন। আহত আরোহীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।
 

 

 

এনএমএম/
 

আর্কাইভ