• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

হিরো আলমকে গাড়ি উপহার দিচ্ছেন হবিগঞ্জের শিক্ষক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৩, ০৩:২৮ এএম

হিরো আলমকে গাড়ি উপহার দিচ্ছেন হবিগঞ্জের শিক্ষক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বগুড়া-৪ আসনের উপনির্বাচনের আগের দিন ফেসবুক লাইভে এসে আলোচিত স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন হবিগঞ্জের এক শিক্ষক। প্রথম দিকে বিষয়টি গুরুত্ব দেননি হিরো আলম। যোগাযোগও করেননি। কয়েক দিন পর আবার আক্ষেপ প্রকাশ করে ভিডিও দেন ওই শিক্ষক। এরপর যোগাযোগ করেন হিরো আলম। অবশেষে সেই গাড়ি আনতে কাল মঙ্গলবার হবিগঞ্জ যাচ্ছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে হিরো আলম দেশ রূপান্তরকে বলেন, আগামীকাল ওই গাড়িটি আনতে যাব। এ ছাড়াও আরও কিছু কাজ আছে। তাকে আগাম ধন্যবাদ জানাই।

হিরো আলম ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে একতারা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র ৮৩৪ ভোটে পরাজিত হয়ে দেশব্যাপী আলোচনার জন্ম দেন। রাজনীতির মাঠেও তাকে নিয়ে চলছে আলোচনা।

আর্কাইভ