• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

গোসল করতে নদে ঝাঁপ, দু‍‍`দিন পর ভাসল দেহ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৩, ০৯:৫৬ পিএম

গোসল করতে নদে ঝাঁপ, দু‍‍`দিন পর ভাসল দেহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নরসিংদীর বেলাবতে আড়িয়াল খাঁ নদ থেকে এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। ইয়াসিন মিয়া (৮) নামের ওই শিশু গোসল করতে নেমে দু‍‍`দিন ধরে নিখোঁজ ছিলেন। সে কিশোরগঞ্জের বত্রিশ গ্রামের রাসেল মিয়ার ছেলে। 

শনিবার দুপুরে ইয়াসিন ভাঙা ডিঙি নৌকায় করে নদের মাঝ বরাবর গিয়ে গোসলের জন্য ঝাঁপ দেয়। এর কিছুক্ষণ পরই সে পানিতে তলিয়ে যায়। বিষয়টি জানতে পেরে নদে তল্লাশি শুরু করেন স্থানীয়রা। ব্যর্থ হয়ে বেলাব ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের ডুবুরিদলও টানা দুদিন চেষ্টা করে ইয়াসিনকে উদ্ধার করতে ব্যর্থ হয়। 

আজ সোমবার সকালে নদের বাজারের পাশের অংশে কচুরিপানার ওপর লাশটি ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। 

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ ইয়াসিন ইকবাল বলেন বলেন, ডুবুরিদল নিয়ে আমরা নদে অনেক খোঁজাখুঁজি করেও না সন্ধান না পাওয়া যায়নি। আজকে সকালে লাশটি ভেসে উঠলে আমরা উদ্ধার করি।
 


বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, নিহতের লাশ পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।

আর্কাইভ