• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ঝিনাইদহে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৩, ০৭:৫৯ পিএম

ঝিনাইদহে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঝিনাইদহে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের জন্য মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (০৫ ফেব্রুয়ারি) সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে রেললাইন ও মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটি। 

ঘণ্টাব্যাপী আয়োজিত এই মানববন্ধনে দাবি সম্বলিত ব্যানার, লিফলেট, ফেস্টুন নিয়ে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সচেতন মহলের প্রতিনিধিরা অংশ নেয়। 

এতে কমিটির আহবায়ক ভাষাসৈনিক নন্দ দুলাল সাহা, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, টিআইবি’র সভাপতি সায়েদুল করিমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। 

এসময় বক্তারা বলেন, রেললাইন ও মেডিকেল কলেজ না থাকায় এ জেলার মানুষ বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাই জেলাবাসীর প্রাণের দাবি বাস্তবায়নের সরকারের সুদৃষ্টি কমনা করেছেন তারা।

আর্কাইভ