• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

খুলনায় পৌনে ২ ঘণ্টা আগেই শুরু বিএনপির সমাবেশ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৩, ০৮:২৭ পিএম

খুলনায় পৌনে ২ ঘণ্টা আগেই শুরু বিএনপির সমাবেশ

দেশজুড়ে ডেস্ক

খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে নির্ধারিত সময়ের পৌনে ২ ঘণ্টা আগে। শনিবার (৪ ফেব্রুয়ারি) সোয়া ১২টা থেকে কেসিসি মার্কেটের সামনে এই সমাবেশ শুরু হয়।

মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এহতেশামুল হক শাওন বলেন, রাতে মঞ্চ তৈরির কাজ শুরু হয়। সকাল থেকে সমাবেশস্থলে নেতাকর্মীরা আসতে শুরু করে। দুপুর ২টার দিকে সমাবেশ শুরুর কথা ছিল। তবে নির্ধারিত সময়ের পৌনে ২ ঘণ্টা আগে সমাবেশ শুরু হয়েছে। বেলা ১১টা থেকে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের শিল্পীরা গান পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন। এরপর বেলা সোয়া ১২টার দিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের কাজ শুরু হয়। 

বিএনপির নগর আহ্বায়ক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেন, পুলিশ সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশী চালাচ্ছে ও হয়রানি করছে। অপরদিকে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ আহ্বান করেছে। বিএনপি শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে। তাই খুলনায় শান্তিপূর্ণ সমাবেশ করা হবে। সমাবেশে খুলনা বিভাগের বিএনপি, সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন। ইতোমধ্যে সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি সম্বলিত লিফলেট, হ্যান্ডবিল বিতরণ করা হয়েছে।

দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি, আওয়ামী সরকারের দমন পীড়ন, আওয়ামী সন্ত্রাস নির্যাতনের প্রতিবাদ, বিদ্যুৎ গ্যাস ও নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্য কমানোসহ ১০ দফা দাবিতে বিএনপি কেন্দ্রীয়ভাবে দেশের সকল বিভাগীয় সদরে এই সমাবেশ কর্মসূচি ঘোষণা করে।

খুলনা বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও নিতাই রায় চৌধুরী, কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিভাগীয় সাংগঠনিক (ভারপ্রাপ্ত) সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডুসহ প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, সহ তথ্য সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, সহ ধর্ম সম্পাদক অমলেন্দু দাস অপু প্রমুখ। সমাবেশে সভাপতিত্ব করছেন মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা।

সমাবেশের শুরুতে জেলা ওলামা দল সভাপতি মাওলানা ফারুক হোসেন তেলাওয়াত করেন। সমাবেশে বক্তৃতা করেন কৃষক দল জেলা সভাপতি মোল্লা কবির হোসেন, শ্রমিক দল জেলা সভাপতি উজ্জ্বল কুমার সাহা, মহিলা দলের মহানগর সভাপতি আজিজা খানম এলিজা, কৃষক দলের মহানগর সভাপতি আক্তারুজ্জামান তালুকদার সজীব, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট তছলিমা খাতুন ছন্দা, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রি। এছাড়া স্থানীয় নেতাকর্মীরা বক্তৃতা করছেন। 

আর্কাইভ