• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কেন্দ্রীয় ভাণ্ডারে আগুন

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৩, ০৭:৪৫ পিএম

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কেন্দ্রীয় ভাণ্ডারে আগুন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কেন্দ্রীয় ভাণ্ডারে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শনিবার (৪ ফেব্রুয়ারি)  বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় অল্প কিছুক্ষণের মধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফীন এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গোডাউনে লাগা আগুনে পুড়ে গেছে বেশকিছু মালামাল।
কিভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি। এ ছাড়া এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

 

এনএমএম/এএল
 

আর্কাইভ