• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

আড়িয়াল খাঁ নদ এখন সরু খাল

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৩, ০৪:১৮ পিএম

আড়িয়াল খাঁ নদ এখন সরু খাল

নরসিংদী প্রতিনিধি

নাব্য সংকটে আড়িয়াল খাঁ নদ এখন সরু নালা। আর নদের বেশিরভাগ অংশ পরিণত হয়েছে শুষ্ক মাঠে। জীববৈচিত্র্য হারিয়ে বিলীন হয়েছে মাছের জোগান, কর্মহীন দুই পাড়ের হাজারো মৎসজীবী। পানির অভাবে বিঘার পর বিঘা জমিও অনাবাদি।
পুরাতন ব্রহ্মপুত্র থেকে জন্ম নেয়া আড়িয়াল খাঁ নদ কটিয়াদি ও মনোহরদি উপজেলার সীমানা রেখা ধরে দক্ষিণে নেমে বইছে বেলাবো, রায়পুরা, শিবপুর উপজেলায়। চলার পথে এই নদ ছুঁয়েছে প্রাচীন ওয়ারী বটেশ্বরসহ নানা জনপদ।
নদের পানি ও পলির গুণ নরসিংদীকে করেছে সবজি উৎপাদন এলাকা। নদপাড়ের বাসিন্দা জেলে, কৃষক, কামার, কুমারসহ দুই পাড়ের বাসিন্দারা ঋণী আড়িয়াল খাঁর কাছে। তবে দখল আর দূষণের কবলে পড়ে পয়মন্ত আড়িয়াল খাঁ এখন সরু নালায় পরিণত হয়েছে।
বাসিন্দাদের অভিযোগ, ভূমিদস্যুদের দখল, ভরাট আর দূষণে মৃতপ্রায় আড়িয়াল খাঁ।
নাব্য হারানোর কারণে বিলীন নদের জীববৈচিত্র্য, নানা জাতের সুস্বাদু মাছ। রবি মৌসুমে দুই পাড়ের কৃষকদের খাদ্যশস্য চাষ বন্ধ পানির অভাবে। এমন অবস্থায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক জানালেন, শিগগিরই ঐতিহ্যবাহী এই নদ খনন ও দখলমুক্ত করার উদ্যোগ নেয়া হবে।


প্রায় ১৯ কিলোমিটার দীর্ঘ ও ৮০ মিটার প্রস্থের আড়িয়াল খাঁ নদ আমিরগঞ্জের দক্ষিণে মিশেছে মেঘনা নদীতে।

 

 

এনএমএম/এএল

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ