• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

নড়াইলে সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৩, ০৯:৫৮ পিএম

নড়াইলে সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত

ছবিঃ সংগৃহীত

নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর এলাকায় ফার্ণিচারের কাঠবোঝাই নসিমন উল্টো চালক রমজান মোল্যা (৩০) নিহত হয়েছেন। 

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। রমজান বাঁশগ্রামের হাসমত মোল্যার ছেলে।



প্রত্যক্ষদর্শীরা জানান, কাঠবোঝাই নসিমন চালিয়ে রমজান বাঁশগ্রাম থেকে রঘুনাথপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে রঘুনাথপুর কাটা বট গাছতলায় নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন সড়কের পাশের পুকুরে চলে গেলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

পারিবারিক সূত্রে জানা যায়, রমজান দুই সপ্তাহ আগে বিয়ে করেন। এ দুর্ঘটনায় নববধূসহ পরিবারের সদস্যদের মাঝে শোকের মাতল চলছে।

 

সাজেদ/এএল

আর্কাইভ