• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৩, ০২:৩০ পিএম

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে সত্যরঞ্জন দত্ত (৬৪) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে শ্রীনগর উপজেলার জশুরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সত্যরঞ্জন দত্ত উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধীর চন্দ্র দত্তের বড় ভাই।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, সত্যরঞ্জন দত্ত এম রহমান শপিং কমপ্লেক্সের পূর্ব পাশে কুড়া-ভূষির ব্যবসা করেন। প্রতিদিন তিনি সন্ধ্যায় বাড়িতে চলে যান। কিন্তু বুধবার সন্ধ্যা পেরিয়ে গেলেও তিনি বাড়িতে না যাওয়ায় তার স্বজনরা খোঁজ করতে থাকেন। এক পর্যায়ে তাদের বাড়ি সংলগ্ন কবরস্থানের পাশে ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া যায়। এ সময় স্বজনদের চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার বুকে তিনটি ও পিঠে দুটিসহ মোট ৫টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।


শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করছে। আসামিদের গ্রেফতারে অভিযানে রয়েছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে।

 

এনএমএম/এএল

আর্কাইভ