• ঢাকা শনিবার
    ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

ট্রেনে কাটা পড়ে নির্মাণ শ্রমিক নিহত

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৩, ০২:১৯ পিএম

ট্রেনে কাটা পড়ে নির্মাণ শ্রমিক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি

ধীর গতিতে চলতে থাকা ট্রেন থেকে নামতে গিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কাটা পড়ে মাহমুদ মিয়া (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জ থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত মাহমুদ মিয়া হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চানপাড়া গ্রামের মৃত ইউসুফ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা ট্রেনটি বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুর ২টা ২৫ মিনিটে কিছুটা ধীর গতিতে শায়েস্তাগঞ্জ জংশন ছেড়ে যাচ্ছিল। এ সময় মাহমুদ মিয়া নামতে গেলে তার একটি পা ট্রেনের চাকার নিচে পড়ে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আহত অবস্থায় তাকে প্রথমে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে সন্ধ্যায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।


শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা বাদশাহ আলম প্রামাণিক সিটি নিউজকে জানান, মাহমুদ মিয়া নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করার জন্য কুমিল্লা যাচ্ছিলেন। কিন্তু ভুলবশত তিনি সিলেটগামী ট্রেনে উঠে বসেন। ট্রেনটি ছাড়ার পর তার ভুল ভাঙলে তড়িঘড়ি করে নামতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়েছেন। মাহমুদের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

 

এনএমএম/এএল

আর্কাইভ