• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

জমি নিয়ে বিরোধে বাবা-ছেলেকে হত্যা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৩, ০১:৩০ এএম

জমি নিয়ে বিরোধে বাবা-ছেলেকে হত্যা

দেশজুড়ে ডেস্ক

ময়মনসিংহে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন।

বুধবার বিকেল চারটার দিকে সদর উপজেলার ভাবখালী ইউনিয়নের চুরখাই জামতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন একই এলাকার ৬০ বছর বয়সী আবুল খায়ের ও তার ২০ বছর বয়সী ফরহাদ হোসেন। সংঘর্ষে আরও তিনজন আহত হয়েছেন।

নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুক হোসেন।

নিহতদের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, বিকেলে বিরোধপূর্ণ জমিতে গিয়ে স্থানীয় কামাল মিয়া, তার তিন ছেলে ও স্ত্রী মাপামাপি করছিলেন। এসময় আবুল খায়ের ও তার ছেলে ফরহাদ এগিয়ে আসলে তাদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারি হয়।

পুলিশের এই কর্মকর্তা জানান, পরে কামাল মিয়ার পরিবারের হামলায় আবুল খায়ের ও তার ছেলে ফরহাদসহ আরও তিনজন আহত হন৷ স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসক বাবা-ছেলেকে মৃত ঘোষণা করেন।

ফারুক হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে চেষ্টা চলছে। মামলাও প্রক্রিয়াধীন।

আর্কাইভ