• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

ইভিএমে ত্রুটি, দুইবারে ভোট !

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৩, ১২:০৬ এএম

ইভিএমে ত্রুটি, দুইবারে ভোট !

ছবিঃ সিটি নিউজ ঢাকা

ঠাকুরগাঁও প্রতিনিধি

 ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ উপ নির্বাচনে  নারী ভোটার নিলি রানী ইভিএমে দুইবার ভোট দিয়েছেন। যদি তার ভোট গ্রহণ হয়েছে একটি।

লোহাগাড়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণের শুরুতে ভোট দিতে এসে কেন্দ্রে ভ্রাম্যমান বুথের ২ নাম্বার কক্ষে প্রথম লাইনে দাড়িয়ে ছিলেন তিনি।  ভোট গ্রহণ শুরু হলে যথারিতি প্রথম ভোট দেন ইভিএম মেশিনে। বুথ থেকে বের হয়ে যাওয়ার সময় তাকে ভোট গ্রহণকারী কর্মকর্তা জানান  ইভিএম মেশিন ভোট গ্রহণ সম্মন্ন করতে পারেননি। পরে সাময়িক ভোট গ্রহণ বিলম্ব হওয়ার পর আবারও ভোট দেন তিনি৷

নিলি রানী রসিকতা করেই জানান, ইভিএম মেশিনে দুইবার ভোট দিলাম, প্রথমবার মেশিনে ত্রুটির কারনে ভোট নাকি হয়নি। পরে আবারও দিয়েছি। তবে অনেক্ষণ অপেক্ষা করতে হয়েছে।

এই কেন্দ্রে চার নাম্বার কক্ষে আরেকটি ইভিএম মেশিনে ভোট দিতে এসেছেন দিনেশ চন্দ্র। সে কক্ষেও ইভিএম মেশিনের ত্রুটি দেখা দেয়৷ ভোট গ্রহণ সম্পন্ন  হচ্ছিলো ইভিএমে।

ভোটার দিনেশ চন্দ্র বলেন, কি কারনে সমস্যা হচ্ছে আমি জানিনা। আমি এই মেশিনে প্রথম ভোট দিচ্ছি। শুরুতেই এমন সমস্যা ভোটারদের দুঃশ্চিন্তায় ফেলবে। ভোটারদের যেন   ভোগান্তি  না হয় সে দিক বিবেচনা করে দ্রুত সমাধান জরুরি।


চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ আল মাবুদ জানান এই কেন্দ্রে ভোটার সংখ্যা ৩ হাজার ৭০৬ জন। যথা সময়ে ভোট গ্রহণ শুরু হলেও কয়েকটি মেশিনে ত্রুটির কারনে ভোট নিতে বিলম্ব হচ্ছে। আমরা নির্বাচন অফিসে যোগাযোগ করছি। সমাধান হয় যাবে।

উপ নির্বাচনে মোট ১২৮ টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। প্রত্যেকটিতেই ইভিএম মেশিনে ভোট গ্রহণ চলছে। 
 

সাজেদ/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ