• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

‘আমি নির্বাচনে অংশ না নিলে ভোটাররা ঘর থেকে বের হতো না’

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৩, ১১:১৭ পিএম

‘আমি নির্বাচনে অংশ না নিলে ভোটাররা ঘর থেকে বের হতো না’

দেশজুড়ে ডেস্ক

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম বলেছেন, ভোট নিয়ে মানুষের মনে ভয় আছে। ভোটারদের আগের মতো সাহস ও বিশ্বাস নেই। এই ভয় দূর করার জন্য সুষ্ঠু ভোট দরকার।

বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের চাকলমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকের তিনি এসব কথা বলেন। এসময় তার সঙ্গে অর্ধশতাধিক ইউটিউবার ছিলেন।

তিনি আরও বলেন, আমি নির্বাচনে অংশ না নিলে ভোটাররা ঘর থেকে বের হতো না। খুব বেশি ভোটার উপস্থিত হতো না।

এর আগে আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া সদরের এরুলিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

এসময় তিনি সাংবাদিকদের বলেন, সুষ্ঠুভাবে ভোট হলে আমি দুই আসনেই বিপুল ভোটে জয়লাভ করবো। এখন পর্যন্ত সব পরিবেশ ভালো আছে। তবে সদরের এক কেন্দ্রে আমার এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি।

আর্কাইভ