• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

মোংলা ইপিজেডে ভিআইপি কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৩, ১১:২৮ পিএম

মোংলা ইপিজেডে ভিআইপি কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

দেশজুড়ে ডেস্ক

মোংলা ইপিজেডে ভিআইপি-১ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।

মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আরদেশ আলী ঢাকা পোস্টকে বলেন, ভিআইপি নামক প্রতিষ্ঠানের প্লাস্টিক, কেমিক্যালসহ বিভিন্ন পণ্য থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। বিকেল ৫টা পর্যন্ত ফায়ার সার্ভিসের ইপিজেড স্টেশনের ৩টি ইউনিট, রামপাল, ফকিরহাট ও বাগেরহাটসহ মোট ৭টি ইউনিটের কর্মীরা আগুন নেভাতে কাজ করছেন। এছাড়া খুলনা থেকে ফায়ার সার্ভিসের আরও ইউনিট আসছে। আগুনের তীব্রতা বেশি থাকায় নিয়ন্ত্রণে সময় লাগতে পারে বলে তিনি জানান।

মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক মো. মাহাবুব আহম্মেদ সিদ্দিক বলেন, ইপিজেডে ভিআইপি প্রতিষ্ঠানের ১ নম্বর কারখানায় দুপুরে হঠাৎ আগুন লাগে। এ কারখানায় কোম্পানিটির ফেব্রিকস ছিল। তবে অগ্নিকাণ্ডের সময় দ্রুত সেখানকার কর্মরত শ্রমিকরা বেরিয়ে পড়ে। তবে কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা নিশ্চিত করা যায়নি।

ইপিজেডের ভিআইপি কোম্পানির কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, আগুনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে তাদের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ