• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সৈয়দপুরে ভেজালবিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীর জরিমানা

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৩, ০৩:০০ এএম

সৈয়দপুরে ভেজালবিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীর  জরিমানা

ছবিঃ সংগৃহীত

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুর ভেজাল খাদ্য সামগ্রী বিক্রির দায়ে ৪ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় ওই ব্যবসায়ীদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে সৈয়দপুর শহরের বাণিজ্যিক এলাকা শহীদ জহুরুল হক সড়কে ( বিচালীহাটি রোডে) ওই আদালত পরিচালনা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম।


ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সৈয়দপুর শহরের বিচালীহাটি রোডে ওই এলাকায় দীর্ঘদিন ধরে ভেজাল ও ক্ষতিকর শিশু খাদ্য সামগ্রী বিক্রি করে আসছিল ব্যবসায়ীরা। ভেজাল ওইসব খাদ্যে নেই উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ও বিএসটিআই এর অনুমোদন।
অভিযান চালিয়ে ওই সড়কের মোক্তার স্টোরকে ৩ হাজার, কামরান স্টোরকে ২ হাজার, ওয়াকার স্টোরকে ২ হাজার এবং ইমরান স্টোরকে ৩ হাজার টাকাসহ মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনায় সাথে ছিলেন উপজেলা মাঠ পরিদর্শক কর্মকর্তা মহিবুর লোহানী, আবু সাইদসহ অন্যান্য পুলিশ সদস্যরা।


ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আমিনুল ইসলাম  জানান, ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

 

সাজেদ/

আর্কাইভ