প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৩, ০১:০৯ এএম
এলজিইডির নির্বাহী প্রকৌশলী চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীর ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলজিইডির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের আয়োজনে সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে অফিস চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন-এলজিইডি নড়াইলের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ কুমার কুন্ডু, সিনিয়র সহকারী প্রকৌশলী আসিফ রেজা, সহকারী প্রকৌশলী বিপুল কুমার অধিকারীসহ অনেকে।
বক্তারা, এলজিইডির নির্বাহী প্রকৌশলী গোলাম ইয়াজদানীর ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের আড়াই হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের পরিচালক গোলাম ইয়াজদানীকে গত রোববার বিকেলে তার কার্যালয়ে ঢুকে মারধর করেন একদল ঠিকাদার। ওইরাতে সিটি করপোরেশনের নিরাপত্তা কর্মকর্তা কামাল উদ্দিন বাদী হয়ে ১০জন ঠিকাদারের নাম উল্লেখ করে চট্টগ্রামের খুলশী থানায় মামলা দায়ের করেন। এছাড়া পাঁচ থেকে ১০জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
আসামিদের দ্রুত গ্রেফতার দাবি করেন এলজিইডির কর্মকর্তা-কর্মচারীরা।
সাজেদ/