
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৩, ১২:২১ এএম
ছবিঃ সংগৃহীত
কুষ্টিয়ার কুমারখালীতে মোটর সাইকেলের ধাক্কায় ১ ছাত্রী নিহত এবং অপর আরেক ছাত্রীসহ চালক আহত হয়েছে।
জানা যায়, ৩০ জানুয়ারি সোমবার বেলা ১২ টার দিকে চড়াইকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কুষ্টিয়া - রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে ঘটে এই দুর্ঘটনা।
এ ঘটনায় মোটরসাইকেল জব্দ ও নয়ন নামের চালককে আটক করেছে পুলিশ।
নিহত শিক্ষার্থী কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের চড়াইকোল বোর্ড অফিস এলাকার সোহানের মেয়ে সামিয়া আক্তার সোহাগী (৯)। সে চড়াইকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ।
সাজেদ/