• ঢাকা শনিবার
    ২১ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৩, ০৮:৫৩ পিএম

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আব্দুল লতিফ লিটুর উপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা অভিযোগ ছড়ানোসহ এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন জেলার সাংবাদিকরা।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টায় রিপোর্টার্স ইউনিটি ও ঠাকুরগাঁও প্রেস ক্লাবের যৌথ আয়োজনে শহরের চৌড়াস্তা মোড়ে এই মানববন্ধন করা হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধন ঠাকুরগাঁও প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, ঠাকুরগাঁও টেলিভিশন জার্নানালিস্ট অ্যাসোসিয়েশন, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ জেলা ও উপজেলার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য দেন, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, রিপোর্টার্স ইউনিটির সাভাপতি আব্দুল লতিফ লিটু, সাধারণ সম্পাদক আসাদ্দুজামান আসাদ, সিনিয়র সাংবাদিক ফজলে এমাম বুলবুল, ভূল্লী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুনর রশিদ, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আউয়াল, ইত্তেফাক ও এখন টেলিভিশনের রিপোর্টার তানভীর হাসান তানু, বাংলার আলো পত্রিকার সম্পাদক প্রশান্ত কুমার দাশ প্রমুখ।

সাংবাদিকের ওপর হামলাকারী সকলকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনাসহ কঠোর শাস্তির দাবি জানান বক্তরা।


এএল/

আর্কাইভ