• ঢাকা বৃহস্পতিবার
    ০৭ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১

নীলফামারী আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৩, ০৫:৩৪ পিএম

নীলফামারী আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী জেলা আইনজীবী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি হিসেবে অ্যাডভোকেট মমতাজুল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট অক্ষ্ময় কুমার রায় নির্বাচিত হয়েছেন। অ্যাডভোকেট মমতাজুল হক টানা দ্বিতীয় বার সভাপতি নির্বাচিত হলেন।

এ ছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট  কাজী ফয়েজ উল হক শিশির, কোষাধ্যক্ষ হিসেবে অ্যাডভোকেট  কামরুজ্জামান শাসন, লাইব্রেরি সম্পাদক হিসেবে অ্যাডভোকেট  গোলাম মোস্তফা সজিব, ধর্ম ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে অ্যাডভোকেট সায়েদ আফরীদ মুমু এবং সদস্য হিসেবে অ্যাডভোকেট এ বিএম জিকরুল হক বরকত, অ্যাডভোকেট  মুজাক্কির বিন মর্তুজা, অ্যাডভোকেট জুলফিকার আলী ভুট্টু, অ্যাডভোকেট আবু সায়েম চৌধুরী, অ্যাডভোকেট বরকত হোসেইন, অ্যাডভোকেট সুজয় চন্দ্র রায় ও অ্যাডভোকেট সামসুজ্জোহা জোহা নির্বাচিত হন।

রবিবার (২৯ জানুয়ারি) ভোটগ্রহণ শেষে রাতে ভোটগনণা শেষে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা অ্যাডভোকেট আবু আহামেদ নুরুল জাকী।

নুরুল জাকী জানান, সভাপতি পদে অ্যাডভোকেট  মমতাজুল হক ১৪৩ এবং প্রতিদ্বন্দ্বী আব্দুর রাজ্জাক শাহ ৪৮ ভোট পান এ ছাড়া সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট অক্ষ্ময় কুমার রায় ১০০ এবং প্রতিদ্বন্ধি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ পান ৯২ ভোট।

তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী না থাকায় সহ-সভাপতি হিসেবে অ্যাডভোকেট  আজাহারুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

আট সদস্যের নির্বাচন পরিচালনা কমিটিতে প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে অ্যাডভোকেট আশরাফুল আরেফিন চৌধুরী দায়িত্ব পালন করেন। এরআগে সকাল দশটা থেকে বেলা তিনটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।  ১৯৯ জন ভোটাধিকার প্রয়োগ করলেও ১৯৮টি বৈধ ভোট হিসেবে গৃহিত হয়।

 

এসএই/এএল

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ