• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

জুতার ভেতর থেকে ১৫ স্বর্ণের বার উদ্ধার, আটক ২

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৩, ০৬:১৬ পিএম

জুতার ভেতর থেকে ১৫ স্বর্ণের বার উদ্ধার, আটক ২

খুলনা ব্যুরো

খুলনা ও সাতক্ষীরা সড়কের জিরোপয়েন্টে যাত্রীবাহী বাস তল্লাশিকালে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। এ সময় দুই যুবকে আটক করা হয়। শনিবার (২৮ জানুয়ারি) তাদের আটক করে পুলিশ। উদ্ধারকৃত স্বর্ণের ওজন পৌনে দুই কেজি।
আটক ব্যক্তিরা হলেন- কুমিল্লা জেলার আবুল হোসেন (৩৫) ও চট্টগ্রাম নগরীর ইমন (৩২)। বর্তমানে তারা দুজন ঢাকায় বসবাস করেছেন।
লবণচরা থানার ওসি এনামুল হক জানান, খুলনা ও সাতক্ষীরা সড়কের জিরোপয়েন্ট চেকপোস্টে ঢাকা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস তল্লাশিকালে ওই দুই যাত্রীকে দেখে সন্দেহ হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা অসংলগ্ন আচারণ করলে তল্লাশি করা হয়। পরে তাদের জুতার ভেতরে পলিথিন পেচানো অবস্থায় ১৫ স্বর্ণের বার উদ্ধার করা হয়।


ওসি জানান, তারা এই স্বর্ণের বার ভারতে পাচারের উদ্দেশ্যে সাতক্ষীরা সীমান্তে নিয়ে যাচ্ছিল। দীর্ঘ দিন ধরে তারা এ দেশ থেকে নতুন নতুন পদ্ধতি অবলম্বন করে ভারতে স্বর্ণ পাচার করে আসছে বলেও তারা পুলিশকে জানিয়েছে।

 

 

এনএমএম/

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ