• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

প্রধানমন্ত্রীর দেয়া কম্বল পেলেন সৈয়দপুরের ১৩ জন বীরাঙ্গনা

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৩, ০৩:৫৫ এএম

প্রধানমন্ত্রীর দেয়া কম্বল পেলেন সৈয়দপুরের ১৩ জন বীরাঙ্গনা

ছবিঃ সিটি নিউজ ঢাকা

নীলফামারী প্রতিনিধি

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া কম্বল পেলেন নীলফামারীর সৈয়দপুর উপজেলার ১৩ জন বীরাঙ্গনা। 

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীমের সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়াস্থ বি-জামান সড়কের বাসভবনে ওই কম্বল বিতরণ করা হয়।


জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীমের জ্যেষ্ঠ পুত্র ও সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ উপস্থিত থেকে বীরাঙ্গনাদের হাতে কম্বলগুলো তুলে দেন। 

এ সময় অন্যান্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুছ আলী,শহীদ কুদরত স্মৃতি সংসদের সভাপতি মো. মাহফিজুল হক বাচ্চু, সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু, আমির হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ওই দিন সৈয়দপুর উপজেলার বিভিন্ন এলাকার ১৩ জন বীরাঙ্গনার মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

 

সাজেদ/

আর্কাইভ