• ঢাকা সোমবার
    ৩০ ডিসেম্বর, ২০২৪, ১৬ পৌষ ১৪৩১

ঝালকাঠিতে কাভার্ড ভ্যান চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৩, ০৪:৩৬ পিএম

ঝালকাঠিতে কাভার্ড ভ্যান চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুরে কাভার্ড ভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে বরিশাল খুলনা আঞ্চলিক মহাসড়কের রাজপুর নৈকাঠি পালবাড়ি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজাপুরের দিক থেকে আসা একটি মোটরসাইকেল পিরোজপুরের দিকে যাবার সময় বিপরীত দিক থেকে আমুয়াগামী একটি গ্যাস সিলিন্ডার ভর্তি কাভার্ড ভ্যান মোটর সাইকেলটিকে চাপা দেয়। গাড়ির চাপায় ঘটনা স্থলেই দুইজন আরোহী নিহত হন। 

পুলিশ জানায়, নিহত দুইজনের বাড়িই রাজাপুরে। নিহতরা হলেন- রাজাপুর আংগাড়িয়া গ্রামের আনোয়ার হোসেন শাহিন (৫০) ও রাজাপুর সদরের আলী হায়দার মহারাজ (৫২)।
রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, কাভার্ড ভ্যানটিকে আটক করা হলেও ড্রাইভার পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
 

 

 

এএল/

আর্কাইভ