প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৩, ০৩:২৩ এএম
সীতকুণ্ডে টানা ৪০ দিন এশার ও ফজরের নামাজ জামাতে পড়ায় ৬৫ শিশু-কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ বগাচতর মজর উল্লাহ ভূঁইয়া বাড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে শিশু-কিশোরদের হাতে এ সাইকেলগুলো উপহার হিসেবে তুলে দেওয়া হয়।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর উদ্দিন ভূঁইয়ার পরিচালনায় এ সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম বলেন, অত্র এলাকার শিশু-কিশোরদেরকে নিয়মিত নামাজী হিসেবে গড়ে তোলার উৎসাহ প্রদানের জন্য ফজর এবং এশার নামাজ জামাতে পড়ার এ প্রতিযোগিতার আয়োজন করি। এতে প্রাথমিক ভাবে ৬৯ জন শিশু-কিশোর রেজিস্ট্রিশন করলেও চারজন প্রতিযোগী নিয়মিত হতে পারেনি। তাই ৬৫ জনকে সাইকেল উপহার দেওয়া হয়।
পুরস্কারপ্রাপ্ত কিশোর সাব্বির আনোয়ার বলেন, এ প্রতিযোগীতা আমাদেরকে নিয়মিত জামাতে নামাজ পড়ার অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিয়েছে।