• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সুইডেনে কুরআন পোড়ানোর পাশাপাশি অবমাননা, পঞ্চগড়ে বিক্ষোভ

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৩, ১০:৪৬ পিএম

সুইডেনে কুরআন পোড়ানোর পাশাপাশি অবমাননা, পঞ্চগড়ে বিক্ষোভ

ছবিঃ সিটি নিউজ ঢাকা

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি

সুইডেনে পবিত্র আল কুরআন পোড়ানোর পাশাপাশি অবমাননার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে তৌহিদী জনতা।

শুক্রবার (২৭ জানুয়ারি) জুমার নামাজ শেষে বিভিন্ন মসজিদ থেকে ধর্মপ্রাণ মুসুল্লিরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে এসে জড়ো হতে থাকে। পরে চৌরঙ্গী মোড় থেকে পঞ্চগড় সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ একটি বিক্ষোভ মিছিল বের করে। কয়েকশ মুসল্লি এ সময় বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে চৌরঙ্গী মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।

এ সময় বক্তব্য রাখেন, সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষিত পরিষদের পঞ্চগড় জেলার শাখার সভাপতি মুফতি আ ন ম আব্দুল করিম, সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল্লাহ প্রমুখ।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে সুইডেনে পবিত্র আল কুরআন পোড়ানো ব্যক্তির ফাঁসির দাবি জানান।
 

সাজেদিএএল

আর্কাইভ