• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

স্বামীর বাড়ি থেকে ৫ লক্ষ টাকা নিয়ে গৃহবধূ উধাও

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৩, ০৪:৫৮ পিএম

স্বামীর বাড়ি থেকে ৫ লক্ষ টাকা নিয়ে গৃহবধূ উধাও

কাসেমুর রহমান শ্রাবণ, মাগুরা প্রতিনিধি

পরকীয়ার জেরে ৫ লক্ষ টাকা নিয়ে গৃহবধূ উধাও হওয়ায় নাটোরের সিংড়ায় এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। স্বামীর বাড়ি থেকে নগদ টাকা, সোনা, গহনা সহ প্রায় ৫ লক্ষ টাকার মালামাল সহ উধাও হয়েছে। জানা যায়, প্রায় ৩ বছর পুর্বে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের চকলাড়ুয়া গ্রামের আব্দুল কুদ্দুছের পুত্র শরিফুলের সাথে বিয়ে হয় গুরুদাসপুর উপজেলার আঃ কুদ্দুসের মেয়ে সীমা খাতুনের।

বিয়ের পর স্থানীয় তারেক হোসেন কমলের সাথে তার অবৈধ সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায় গত ২৫ অক্টোবর শরিফুল বাড়িতে না থাকায় গরু বিক্রির নগদ ৪ লক্ষ ৫৬ হাজার টাকা সহ সোনা, গহনা নিয়ে উধাও হয় গৃহবধূ সীমা। এদিকে টাকা সহ বউ উধাও হওয়ায় হতাশা এবং আর্থিক ক্ষতির সম্মুখীন শরিফুল।

এদিকে শরিফুল জানায়, আমার স্ত্রী বাড়ি থেকে যাওয়ার পর থেকে খোঁজ করতে থাকি। পরে জানতে পারি সে পরকীয়া করছে। হাতিয়ান্দহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান চঞ্চল জানান, এ বিষয়টি আমি জানি। ঘটনা সঠিক। আর্থিকভাবে সে ক্ষতিগ্রস্ত।

দেশজুড়ে সম্পর্কিত আরও

আর্কাইভ