• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

শেরপুরে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ নাশকতাকারি আটক

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩, ১০:৩৫ পিএম

শেরপুরে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ নাশকতাকারি আটক

আটককৃত মোঃ কামাল হোসেন। ছবিঃ সিটি নিউজ ঢাকা

শেরপুর প্রতিনিধি

শেরপুরে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ নাশকতাকারিকে আটক করেছে র‍্যাব-১৪। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে সদরের ভাতশালা এলাকা এসব উদ্ধার ও তাকে আটক করা হয়।

জানা গেছে, আটককৃত মো. কামাল হোসেন (৩২)। তিনি গনই মমিনা কান্দা এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে। উদ্ধার করা হয় অবৈধ একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড কার্তুজ, একটি কিলিং চেইন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল জেলা সদরের ভাতশালা এলাকার সাবিনা ইয়াসমিনের টিনের ঘরে অভিযান চালায়। এ সময় নাশকতাকারি কামাল হোসেনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে একটি বিদেশি ওয়ান শুটারগান, এক রাউন্ড কার্তুজ, একটি কিলিং চেইন উদ্ধার করা হয়।

জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এসব তথ্য নিশ্চিত করে বলেন, কামাল মিয়ার বিরুদ্ধে শেরপুর সদর থানায় কয়েকটি মামলা রয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
 

সাজেদ/এএল

আর্কাইভ